ঐতিহাসিক ৭ মার্চে রাজশাহী জেলা ছাত্রলীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদকঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে রাজশাহী জেলা ছাত্রলীগ।
সোমবার সকাল ১০ টায় রাজশাহী কলেজে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সংক্ষিপ্ত আলোচনা সভার করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে দোয়া পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু অনিল কুমার সরকার, সংসদ সদস্য আবিদা আনজুম মিতা, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক জাকির হোসেন অমি সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নেতাকর্মী।
এরআগে রাজশাহী অলোকার মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেন জেলা ছাত্রলীগ।
এছাড়াও রাজশাহী জেলা প্রতিটি উপজেলা, ইউনিয়ন, কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।