ঐতিহাসিক ৭ মার্চ দিবসে রাবি ছাত্রলীগের র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
![ঐতিহাসিক ৭ মার্চ দিবসে রাবি ছাত্রলীগের র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন](https://chapaitribune.com/wp-content/uploads/2022/03/IMG_20220307_175525.jpg)
![](https://chapaitribune.com/wp-content/plugins/Epaper view by Nagorikit.com/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদকঃ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে আনন্দ র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় দলীয় টেন্ট থেকে র্যালী শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধু র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন; রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ বিশ্ববিদ্যালয়, হল ও বিভিন্ন অনুষদের বিপুলসংখ্যক নেতাকর্মী।