ঐতিহাসিক ৭ মার্চ দিবসে রামেবির আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
ট্রিবিউন ডেস্কঃ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সোমবার সকাল ৮টায় রামেবির অস্থায়ী কাযার্লয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপাচার্যের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ।
এরপর সকাল ১০ টায় রামেবি’র কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ বলেন, ১৯৭১ সালের অগ্নিঝরা এই দিনে বাংলাদেশের স্বাধীনতার মহতী কাব্যের কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোনান তার অমর কবিতাখানি। তার বজ্রকণ্ঠের বাংলার আকাশে—বাতাসে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা, গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পতপত করে উড়েছিল বাংলাদেশের মানচিত্রখচিত লাল—সবুজের পতাকা।
তৎকালীন ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তাল জনসমুদ্রে বজ্রকণ্ঠে হেঁকেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে পাকিস্তানি শাসকদের অত্যাচর—নির্যাতন—নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত নিরস্ত্র বাঙ্গালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করেন তাঁর ডাকে বাঙালির স্বাধীনতাসংগ্রাম জনযুদ্ধে পরিণত হয়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তিমূল ও উজ্জ্বল প্রেরণাভূমি।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা: আনোয়ারুল কাদের, রামেবির পরিচালক ( অ.হি.) ডা. মো: জাকির হোসেন খোন্দকার, উপ— পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: সারওয়ার জাহান, সহকরী—রেজিস্ট্রার(চ.দা) মো: রাসেদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (ভারপ্রাপ্ত) মো: ইসমাঈল হোসেন, সহকারী কলেজ পরিদর্শক(চ.দা) মো: নাজমুল হোসাইন, সহকারী পরিচালক (অ.হি.) মো: মফিজ উদ্দিন, সহকারী—পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মো: আমীর হোসেন, কবির আহমেদ, মোসা: সিমা আক্তার, মো: মেহেদী মাসুদ সানি, মো: আসরাফুল ইসলাম, মো: মেহেদী হাসান, মো: গোলাম রহমান, মো: আব্দুস সোবহানসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।