

ডেস্ক নিউজঃ ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন এক শোক বার্তায় প্রবীণ রাজনীতিবিদ, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি শোক বার্তায় বলেন, মোঃ ওয়াজেদ আলী ছিলেন আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি। দীর্ঘ সময় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ভোলাহাটে আওয়ামী লীগ কে প্রতিষ্ঠা করতে অগ্রণী ভুমিকা পালন করেন। ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ শুধু নয় জেলা আওয়ামী লীগ পরিবার একজন প্রিয় ভালোবাসার নেতাকে হারালো।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, মোঃ ওয়াজেদ আলী সোমবার রাত ৮.৩০ টায় মৃত্যু বরণ করেন। মঙ্গলবার দুপুরে ভোলাহাটে তাঁর জানাজায় বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন