

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঘোষিত এই জেলা কমিটিতে সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মারুফ আদনানকে মনোনীত করা হয়।
১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি চারজন, যুগ্ম-সাধারণ সম্পাদক চারজন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে চারজনকে অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
পোস্টটি শেয়ার করুন