কথা কাটাকাটির জেরে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কে পিটিয়ে হত্যা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১১, ২০২২

নাঈম হোসেনঃ রাজশাহী মহানগরীতে কথা-কাটাকাটির জের ধরে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নিজামুল ইসলাম খান অথেলকে পিটিয়ে হত্যার করেছে ।

রবিবার বিকাল ৫টায় নগরীর রাজারহাতা এলাকায় নিহত নিজামুলের বাড়ির পাশেই এই ঘটনা ঘটে।

নিহত অথেল রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম খানের ছেলে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযুক্ত হ্যাপি নামের ওই প্রতিবেশী পলাতক রয়েছে। তাকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ ।

নিহত নিজামুলের পরিবারের সদস্যরা জানান, গত শনিবার বিকালে নিজামুল ইসলামের ছোট ছেলে বাড়ির পাশে একটি মাঠে খেলতে যায়। এসময় অভিযুক্ত হ্যাপির ছেলেও সেখানে খেলাধুলা করছিলো। এসময় ওই দুজনের মধ্যে মারামারি হয়। রবিবার বিকেলে নিজামুল অভিযুক্ত হ্যাপির কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে নিজামুলের নিজ বাড়ির সামনে বেধাড়ক পিটিয়ে আহত করে।

পরে গুরুতর আহত অবস্থায় নিজামুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এদিকে ঘটনার পরপরই খবর পেয়ে রামেক হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এসময় তিনি নিজামুলের হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, খেলাধুলাকে কেন্দ্র করে দুই বাচ্চার মধ্যে ঝামেলা হয়। যাদের আনুমানিক বয়স ৬/৭ বছর। এরপর অভিভাবকদের মধ্যে ঝগড়া বিবাদের এক পর্যায়ে হাতাহাতি ঘটনা ঘটে। পরে কোনো কিছু দিয়ে আঘাত করলে তার আকস্মিক মৃত্যু হয়।

সন্ধ্যার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পোস্টটি শেয়ার করুন