

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে কমিউটার ট্রেন আবার চালু হওয়ায় সাবেক সাংসদ জিয়াউর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার রাতে রহনপুর রেল স্টেশন চত্বরে এ সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।
করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া রহনপুর-রাজশাহী
রুটের কমিউটার ট্রেন পুনরায় চালু হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে এ সম্বর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর উন্নয়ন আন্দোলনের মুখপাত্র নাজমুল খান রুবেল ।
বক্তব্য রাখেন রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খান মতি।
এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আকবর মুক্তি,ভোলাহাট জামবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সামাদ,চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক তাসরিফ আহমেদ সহ রহনপুর শিল্প ও বনিক সমিতি, আম আড়ৎদার সমিতি, স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, তিন থানার আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত সোমবার তিনি সচিবালয়ে রেলমন্ত্রী নুরুল হক সুজন এর সাথে দেখা করে বন্ধ থাকা কমিউটার ট্রেন পুনরায় চালুর বিষয়ে মন্ত্রী কে অনুরোধ জানালে মন্ত্রী ট্রেনটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন ।ফলে বৃহস্পতিবার থেকে ট্রেনটি পুনরায় চালু হয়।