কম খরচে পানিকে আর্সেনিক দূষণমুক্ত করার প্রযুক্তি উদ্ভাবন করলেন রাবি শিক্ষক

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:২২ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ কম খরচে পানিকে আর্সেনিক দূষণমুক্ত করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
দীর্ঘ ৫ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিজ্ঞানী ড. মঞ্জুর হোসেন জাপানের তৈয়মা ইউনিভার্সিটির ওয়াটার ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. তমনুরি কাওয়াকামিকে সাথে নিয়ে গবেষণা করে সফল হয়েছেন।
আগামী আগস্ট মাসের দিকে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামে ‘রিমোভাল অব আর্সেনিক থ্রু ইলেক্টনিক সিস্টেম’ নামের এই প্রযুক্তির পাইলট প্রকল্প চালু হবে।

বিজ্ঞানী ড. মঞ্জুর হোসেন বলেন,’ স্থানীয় উপকরণ ব্যবহারে উদ্ভাবিত এই প্রযুক্তিটি পরিবারের যে কেউ পরিচালনা করতে পারবেন। বিদ্যুৎ বা ব্যাটারি উভয়ই দিয়ে প্রযুক্তিটি চালানো যাবে। বাংলাদেশের আর্সেনিকের ভয়াবহ অবস্থা বিবেচনায় নিয়ে এটি উদ্ভাবন করা হয়েছে। স্থানীয় ইলেক্ট্রিশিয়ানরাও তৈরি করতে পারবেন টেকশই প্রযুক্তিটি। একসাথে ২০-৩০ লিটার পানি আর্সেনিক মুক্ত করা যায় এমন ব্যবস্থা করতে মাত্র ৮ থেকে ১০ হাজার টাকায়  তৈরি হয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘এই প্রযুক্তি পরিবেশ বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোনো বর্জ্য তৈরি করবে না এই প্রযুক্তিটি।’
উল্লেখ্য, ড. মঞ্জুর হোসেন এর আগে রাবি-১, রাবি-২, রাবি-৩ নামে স্ট্রবেরি জাতের উদ্ভাবন করেন।এটি চাষ করে কৃষকরা লাভবানও হয়েছে। এছাড়া তিনি টিস্যু কালচারের মাধ্যমে আলুবীজ তৈরি করেন।
এছাড়া ড. মনজুর হোসেন ১৯৯৫ সালে পিএইচডি গবেষণার কৃতিত্ব স্বরূপ স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি ১৯৯৫ সালে আমেরিকান সরপটিমিস্ট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ও ১৯৯৫ সালে কৃতিত্বের সঙ্গে জাপান ইয়াগামাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি গ্রহণ করায় গোল্ড মেডেল, ২০০২ সালে ইংল্যান্ডে কমনওয়েলথ ফেলো, ২০১১ সালে হেলেন কেলার গোল্ড মেডেলসহ অর্ধ শতাধিক সম্মাননা ও পুরস্কার পান। দেশি-বিদেশি জার্নালে বর্তমানে তার দু’শতাধিক গবেষণা প্রকাশনা রয়েছে।

পোস্টটি শেয়ার করুন