
করোনাকালে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় ভিডিও কনফারেন্স অ্যাপস হচ্ছে জুম। মহামারীর সময়ে সব থেকে এগিয়ে আছে এই ভিডিও অ্যাপটি। এপ্রিল থেকে ৩০ গুণ ব্যবহার বেড়েছে সফটওয়্যারের। প্রতিদিন গড়ে ৩০ কোটির বেশি মানুষ তাদের কাজ সম্পাদনে ব্যবহার করছে এই সফটওয়্যার।
এমনকি গ্রাহকরা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে এই হিসাবেরও ৩ গুণ বেশি ব্যবহার করেন।
এই বছরের মধ্যে ১.৮ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে আগাচ্ছে তারা। যার অর্ধেক চলতি বছরের মার্চেই উঠিয়েছে জুম। জুমে বিনিয়োগ করার জন্য ফার্ম’র প্রধান নির্বাহী এরিক জুয়ান বলেন, টেক খাতে বিনিয়োগের জন্য এটাই সঠিক সময়।
জুম সফটওয়্যারটি তৈরির সময় এতটা আশা করেননি জুয়ান। এমনকি সফটওয়্যারটি তিনি সবার জন্য উন্মুক্ত করার উদ্দেশ্যে তৈরি করেননি।
চীনা বংশোদ্ভূত এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০১১ সালে তার টেক কোম্পানি যাত্রা শুরু করেন। বিগত বছরগুলোতে ওয়েবেক্স র্যাঙ্কে নিজের অবস্থান ধরে রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির একটি ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার কোম্পানির একটি জুম।
গত বছর ফার্ম প্রথমবারের মত তাদের শেয়ার পূঁজিবাজারে তুলে ১৫.৯ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে। যা কিনা গত মাসে ৫৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
এ বছরে শুরু থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জুমের সফটওয়্যার সার্ভিস বিক্রি ১৬৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩২ কোটি ৮২ লক্ষ মার্কিন ডলারে পৌঁছেছে। ১ লাখ ৮০ হাজারেরও বেশি নতুন গ্রাহক যোগ হয়েছে জুমের সঙ্গে। ত্রৈমাসিক হিসাবে জুমের আয় প্রায় ৩ কোটি মার্কিন ডলার।
জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে বিনিয়োগের পরিধিও বাড়াতে হচ্ছে নতুন গ্রাহকদের জন্য। আর টানাপোড়েনে পড়তে হচ্ছে ফ্রি ভার্সন ব্যবহারকারীদের জন্য।
সূত্র: বিবিসি