

করোনাকে জয় করলেন রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ।১৬ জুলাই বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
এর আগে গত ২ জুলাই রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ করোনা ভাইরাসে আক্রান্ত হন। ঐদিন রামেক হাসপাতালে নমুনা পরীক্ষা শেষে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
করোনা নেগেটিভ রিপোর্ট অাসায় স্বস্তি প্রকাশ করে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য করোনা মহামারীর শুরু থেকেই সম্মুখ যোদ্ধা হিসেবে অসহায় মানুষের পাশে ছিলেন রকি কুমার ঘোষ।
করোনা রিপোর্ট নেগেটিভ অাসার পর রকি কুমার ঘোষ বলেন,
“এই পুরো সময়টায় যারা আমার পাশে ছিলেন,দোয়া ও আশীর্বাদ করেছেন,অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন, সবার প্রতি আমি অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।সৃষ্টি কর্তার ওপর ভরসা রাখুম।স্বাস্থ্যবিধি মেনে চলুন।”