করোনায় আক্রান্ত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২০

কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ। ছাত্রলীগের সাবেক এই নেতার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ এসেছে। করোনা পজিটিভ আসার পর সাইফুর রহমান সোহাগ নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে যথাযথভাবে পালন করছেন।

ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে জনসচেতনা মূলক কার্যক্রম থেকে শুরু করে অসহায়-অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী সহ নানানভাবে সহযোগীতার হাত বাড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।নিজের জীবনের ঝুঁকি জেনেও মানবিক কারণে করোনায় অসহায়দের পাশে অাছেন।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি অাল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দ্রুত সুস্থতা কামনা করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাইফুর রহমান সোহাগের সুস্থতা কামনা করে ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মীরা সকলের কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন।

পোস্টটি শেয়ার করুন