

ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
আজ শনিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বিষয়টি নিশ্চিত করেন।
আহসানুল হক পিন্টু জানান, আমাদের সকলের প্রিয় নেতা নগরপিতা করোনায় আক্রান্ত। তিনি সুস্থ্য আছেন, ভালো আছেন। ঢাকায় নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা, মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ভাই এর জন্য আমরা সকলে মিলে মহান রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করি, যেন তিনি দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
আহসানুল হক আরও বলেন, করোনার গত দুই বছরে মেয়র সিটি করপোরেশন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগ বা সিটি করপোরেশনের কোনো কাজে বিঘ্ন ঘটতে দেননি তিনি। সব ধরনের উন্নয়ন কার্যক্রম তিনি তদারক করেছেন, মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন। ত্রাণসামগ্রী পাঠিয়ে দিয়েছেন সুবিধাভোগীদের ঘরে ঘরে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের শুরু থেকে রাজশাহীবাসীর জন্য দিনরাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন মেয়র মহোদয়। করোনা মহামারীর সংকটকালীন সময়ে দফায় দফায় খাদ্য সামগ্রী প্রদান, স্বাস্থ্য-সুরক্ষা, চিকিৎসা, বিনামূল্যে অক্সিজেন সেবা সহ জরুরি সকল সেবা নিয়ে সর্বদা নগরবাসীর পাশে আছেন নগরপিতা। করোনা মোকাবেলার পাশাপাশি নগরীর উন্নয়নমূলক কাজ সচল রেখেছেন।