করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিলেন রামেবি উপাচার্য অধ্যাপক ডাঃ মাসুম হাবিব

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০

ডেস্ক নিউজঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মাসুম হাবিব।

আজ রোববার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুদান গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ত্রাণ সহায়তার জন্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ অনুদান প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রামেবি ‍উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব বলেন, দেশের এই করোনা ভাইরাস মহামারীর ক্রান্তিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সর্বদা নিজেকে আত্ম নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

পোস্টটি শেয়ার করুন