কলকাতায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ১৮, ২০২২

ট্রিবিউন ডেস্ক: ভারত-বাংলাদেশ মৈত্রীর অকৃত্রিম সুহৃদ, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে কলকাতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশ মৈত্রীর আলোচনা সভায় প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন এর বক্তব্য (ভিডিও)

বুধবার রাতে কলকাতার বেঙ্গল ক্লাবে ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এএইচএম খায়রুজ্জামান লিটন তাঁর বক্তব্যে কলকাতায় স্কুল জীবনের স্মৃতি চারণা করেন। তিনি এসময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ১ কোটি মানুষকে আশ্রয় দেওয়ার কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারত-বাংলাদেশ মৈত্রী সংঘের কার্যকরী সভাপতি শিশির কুমার বাজোরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস ও আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী সহ অন্যান্য অতিথি ও অংশগ্রহণকারীরা।

বক্তব্যের ভিডিও
https://youtu.be/0VFtel4HNj4

পোস্টটি শেয়ার করুন