কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ী’র মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শোক প্রকাশ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ সঙ্গীত জগতের কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর কয়েক ঘন্টা পরই আরেক কিংবদন্তি ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যু। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে একমাস যাবত চিকিৎসাধীন থেকে বুধবার সকালে পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

৬ মার্চ ২০১৬, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে
সাক্ষাৎ করেন ভারতীয় প্রখ্যাত সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী।

কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী ১৯৭০ ও ৮০ দশকের শেষের দিকে ‘চলতে চলতে’, ‘ডিস্কো ড্যানসার’ ও ‘শরাবি’র মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে জনপ্রিয় গান পরিবেশন দর্শক শ্রোতাদের মনে জায়গা করে নেন। ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান উল্লেখযোগ্য। বাংলা এবং হিন্দিতে বহু গান গেয়েছেন এবং সুর দিয়েছেন তিনি। বহু হিট ছবির সঙ্গীতকার ছিলেন তিনি। এছাড়াও তিনি ৮০ এবং ৯০ এর দশকে নৃত্য সঙ্গীতকে ভারতে জনপ্রিয় করে তোলেন।

বাপ্পি লাহিড়ী ১৯৫২ সালের ২৭ নভেম্বর পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর মা বাঁসুরি লাহিড়ি ও বাবা অপরেশ লাহিড়িও সঙ্গীত জগতের লোক ছিলেন। কিশোর কুমারের আত্মীয় ছিলেন তাঁরা। শৈশব থেকেই শাস্ত্রীয় সঙ্গীত ও শ্যামা সঙ্গীত শুনে বড় হয়েছিলেন তিনি। মাত্র তিন বছর বয়স তবলা শিখতে শুরু করেছিলেন তিনি। ১৯ বছর বয়সে তিনি মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। ১৯৭৩ সালে তিনি প্রথম সঙ্গীত পরিচালনা করেন। তারপরেই বলিউডে শুরু হয় বাপ্পি লাহিড়ির যুগ। ডিস্কো স্টাইলে নিজের আলাদা অস্তিত্ব তৈরি করেন বাপ্পি লাহিড়ি। শবারি, নমক হালাল, ডিস্কো ডান্সার ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। নিজে গজলও লিখেছিলেন। বাপ্পি লাহিড়ির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ভারত ও বাংলাদেশের সঙ্গীত মহলে।

পোস্টটি শেয়ার করুন