নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার বন্যার্ত অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার কুড়িগ্রাম জেলার দূর্গম চর অঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় ডাঃ অর্ণা জামানের পক্ষে প্রতিনিধি দল খাদ্য সামগ্রী বানভাসি মানুষের মাঝে বিতরণ করে।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি হাসনাইন মুত্ত্বাকীর সমন্বয়ে ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বিভিন্ন দূর্গম এলাকায় নৌকাযোগে গিয়ে অসহায় মানুষের মাঝে ডাঃ অর্ণা জামানের পক্ষ শুকনো খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এবিষয়ে তরুণ নারীনেত্রী ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা বলেন; “বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগের মধ্যে বন্যা অন্যতম একটি সমস্যা। সম্প্রতি সিলেট অঞ্চল ও কুড়িগ্রাম ভয়াবহ বন্যায় প্রাবিত হয়ে বাড়িঘর, রাস্তা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্ব শরীর সিলেট অঞ্চলের বন্যার্ত এলাকা পরিদর্শন করেন। তাঁর সার্বিক তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্থদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিচ্ছে সরকার। রাসিক মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনও সিলেট অঞ্চলে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন। আমি কুড়িগ্রাম জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রতিনিধি দলের মাধ্যমে বিতরণ করেছি। যাতে সেই অসহায় মানুষ গুলো কিছুটা হলেও উপকৃত হয়।”