ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে রাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নব-নির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২১ ডিসেম্বর দুপুর ১২ টায় দলীয় টেন্ট থেকে আনন্দ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টেন্টে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন; রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি কাজী লিংকন, জাকিরুল ইসলাম জ্যাক, মেশবাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, সহ-সম্পাদক হাসিবুল হাসান শান্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফাত সায়েম জেমস, মুন্নুজান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারজানা শশী সহ বিভিন্ন হল অনুষদ শাখা ছাত্রলীগের নেতাকর্মী।

উল্লেখ্য ; গত ২০ ডিসেম্বর সম্মেলনের ১৪ দিন কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফ ইনানকে মনোনীত করা হয়।

পোস্টটি শেয়ার করুন