কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি জয়ের জন্মদিন উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জে কোরআন খতম, বৃক্ষরোপণ ও এতিমদের মাঝে খাবার বিতরণ


বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শুক্রবার ৩০ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ উদ্যোগে হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ খতম, এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি, বৃক্ষরোপন ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়।
এই সময় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সুস্থতা ও ভবিষ্যত জীবনের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়াও নাচোল ও ভোলাহাট উপজেলায় জন্মদিন উপলক্ষে কেক কাটা ও বৃক্ষরোপণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দের সার্বিক ব্যবস্থাপনায় এসব কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ, জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।