কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতার উপর বিএনপি জামাত ক্যাডারদের হামলার প্রতিবাদে মানববন্ধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি ও চাঁপাই ট্রিবিউন অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক আতিকুর রহমান সুমন এর উপর স্থানীয় বিএনপি জামাত সন্ত্রাসীদের পরিকল্পিত ভাবে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, গোমস্তাপুর বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখা।

রবিবার বিকেলে বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল,বাংলাদেশ আওয়ামীলীগ বাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সান্টু মাস্টার,যুগ্ম-সাধারণ সম্পাদক আমিজুল ইসলাম সুমন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম,বাঙ্গাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল লতিফ,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা নাহিদ আকতার ,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম,জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোঃ সালাউদ্দিন,বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা সহ-সভাপতি দুরুল হুদা স্বপন,সাংগঠনিক সম্পাদক বাশার শ্যামল,সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ,বাঙ্গাবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল মতিন,উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ এর সিনিয়র সহ-সভাপতি ও ইউনিয়ন সাধারণ সম্পাদক শামিম শাহারিয়ার,ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফাহমিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা বাঙ্গাবাড়ী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম বুলবুল প্রমূখ।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সন্ধ্যায় গত জাতীয় নির্বাচনের সময়ের জের ধরে চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলাম পুর গ্রামে স্থানীয় সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা শহিদুল ইসলামের ভাতিজা ছাত্রদল ক্যাডার জিমের নেতৃত্বে ১৭-১৮ জন সশস্ত্র বিএনপি জামাত ক্যাডাররা দুই দফা হামলা করে গুরুতর জখম করে এবং হাতের রগ কেটে দেয়।

এই ঘটনার প্রতিবাদে জেলা, উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ, বিভিন্ন সংগঠন জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

পোস্টটি শেয়ার করুন