কেন্দ্রীয় ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩০তম জাতীয় সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের অন্তর্গত ইউনিটসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান আশিক।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন; জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদার।
প্রস্তুতি সভায় সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ; জেলা ছাত্রলীগের অধীনস্থ বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।