কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক হলেন বরিশাল মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডা: রাফি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক হয়েছেন বরিশাল মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ মনজুরুল ইসলাম রাফি

মেধাবী ও পরিশ্রমী সাবেক ছাত্রনেতা ডাঃ মনজুরুল ইসলাম ভূইঁয়া রাফিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এ্যাড: জাহাঙ্গীর কবির নানক,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান নিখিলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল ও কুমিল্লার সচেতন নাগরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ । তিনি এই কমিটিতে সর্বকনিষ্ঠদের অন্যতম সদস্য।

ডা: মনজুরুল ইসলাম ভূইঁয়া রাফি পেশায় একজন ডাক্তার হওয়া সত্ত্বেও দলের জন্য নিবেদিত একজন কর্মী হিসাবে পরিচিতি পেয়েছেন। তাছাড়া ডাঃ মনজুরুল ইসলাম ভূইঁয়া রাফি তিনি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, সভাপতি এবং একাধারে ছাত্রসংসদের বহিঃক্রীড়া সম্পাদক হিসাবে র্দীঘদিন সুনামে সাথে দায়িত্ব পালন করেছেন।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার এই কৃতি সন্তান কুমিল্লা জিলা স্কুল থেকে ২০০৫ সালে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ২০০৭ সালে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে অতঃপর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে ২০১৫ সালে কৃতিত্বের সাথে এমবিবিএস পাস করেন। ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে আসীন থেকেও মেধাবী এই ছাত্রনেতা ২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স সার্জারীতে চান্স পেয়েছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তরুন ও দলের জন্য পরিশ্রম করা কর্মীদের কে বেশি মূল্যায়ন করার আশ্বাস দিয়েছিলেন । সেই আশ্বাসের বাস্তব উদাহরন কেন্দ্রীয় যুবলীগের সদ্য ঘোষিত কমিটির নেতৃবৃন্দরা।

ডা মনজুরুল ইসলাম ভূইঁয়া রাফি বলেন,আমাকে সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ায় সফল রাষ্ট্রপ্রধান,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ,সাধারন সম্পাদক মাইনুল হোসেন নিখিল ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ শুভেচ্ছা অভিনন্দন জানান।

তিনি আরো বলেন, আমাকে মূল্যায়ন করে যে পদে নির্বাচিত করা হয়েছে তাতে আমি কৃতজ্ঞ এবং ভবিষ্যতে দলের প্রয়োজনে এবং দলের ভাবমূর্তি রক্ষার্থে যে কোন কিছু করতে আমি সর্বদা প্রস্তুত আছি। কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

পোস্টটি শেয়ার করুন