কেন্দ্রীয় সভাপতির সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ এর আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
১৪ জুন মঙ্গলবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন – জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা ও সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা বলেন- ‘আমাদের প্রাণপ্রিয় নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, যিনি করোনা কালীন সময়ে থেকে বর্তমান সময়েও টেকনাফ থেকে তেতুলিয়া আরেম আয়েশ ত্যাগ করে সার্বক্ষনিক মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন। আজ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মহান আল্লাহ তায়ালা র কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসেন।’
উল্লেখ্য; বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নির্মল রঞ্জন গুহ ২০১৯ সালে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হন। ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে পথচলা শুরু তার। ছাত্রজীবনে তিনি নয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
নির্মল গুহ পরে স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে যুক্ত হন। তিনি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কের দায়িত্ব পালন করেন।