কোটি টাকা মূল্যের হেরোইনসহ র‍্যাব-১২ এর হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

ট্রিবিউন ডেস্কঃ র‍্যাব-১২ এর অভিযানে টাঙ্গাইলের কালিহাতিতে ০১ কেজি ১০০ গ্রাম (আনুমানিক মূল্য ১ কোটি ১০ লক্ষ) টাকার হেরোইনসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলোঃ চাঁপাইনবাবগঞ্জ সদরের নয়াটোলা গ্রামের মোছাঃ ফুলেরা বেগম@আখি বেগম (৩৫) এবং অপর দুইজন রাজশাহী গোদাগাড়ী থানার চর আষাড়িয়াদহ গ্রামের মোঃ সোলেমান আলী (৫০) ও মোঃ মামুন আলী (১৯)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ মার্চ বিকেল ৪ টায় র‍্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান,অর্ডন্যান্স এবং এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল টাঙ্গাইল জেলার কালিহাতি থানা এলেঙ্গা পৌরসভাধীন এলেঙ্গা বাসস্ট্যান্ডে ইউনিক ডিজিটাল হসপিটাল এর সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ৮(গ)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে টাঙ্গাইল জেলার কালিহাতি থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন