ক্লাইমেট ভালনারেবল ফোরামের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২০

ডেস্ক নিউজঃ চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া ক্লাইমেট ভালনারেবল ফোরামের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের (জিসিএ) সঙ্গে বাংলাদেশ ভার্চুয়াল সভাটি আয়োজন করবে। আগামী বুধবার এটি শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এর সভাপতি হিসেবে ইভেন্টটির সভাপতিত্ব করবেন।

এতে উপস্থিত থাকবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেুনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশনের (জিসিএ) এর সভাপতি বান কি মুন, সিভিএফভুক্ত দেশগুলোর সরকার, যুক্তরাষ্ট্র ও ইতালি (সিওপি২৬ এর আয়োজক ও সহআয়োজক), দ্য নেদারল্যান্ডস, সিভিএফ থিম্যাটিক অ্যাম্বাসেডরস এবং ইভেন্টটির অন্যান্য আন্তর্জাতিক অংশীদার।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীও এই অনুষ্ঠানে যোগ দেবেন।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো ২০০৯ সালে গঠন করে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’৷

পোস্টটি শেয়ার করুন