ক্লাস চলাকালীন বজ্রপাতে স্কুলের ২০ শিক্ষার্থী আহত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২

ট্রিবিউন ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক দীপক কুমার রায় জানান, সোমবার দুপুর ১২টার দিকে স্কুলে ক্লাস চলাকালে বৃষ্টিপাত শুরু হয়, কয়েক মিনিটের মধ্যে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এ সময় বিদ্যালয়ের টিনশেড ক্লাস রুমের ওপরে আঘাত করলে সপ্তম শ্রেণির ২০ শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার আব্দুল্লাহ আল মারুফ জানান, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কারও অবস্থা গুরুতর নয়।

পোস্টটি শেয়ার করুন