গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আনন্দ র‍্যালী

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক:৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস ও একাদশ জাতীয় নির্বাচনের ২ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালী করেছে চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগ।

আজ সকালে চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার ও সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এসময় আরো উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ, ফয়সাল আহমেদ তমাল,আলমগীর কবির ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল তুষার,পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদ সহ বিভিন্ন স্তরের জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

৩০ ডিসেম্বর ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগন মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে গণরায় প্রদানের মাধ্যমে সকল অশুভ শক্তি, দুর্নীতি- সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হওয়ায় “গনতন্ত্রের বিজয় দিবস” উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচি পালন করে।

পোস্টটি শেয়ার করুন