গণহত্যা দিবসের প্রথম প্রহরে গোমস্তাপুরে ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ২৫ মার্চ গণহত্যা দিবসের প্রথম প্রহরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগ।

২৫ মার্চ রাত ১২ টা ১ মিনিটে রহনপুর পূণর্ভবা নদীর তীরে অবস্থিত বদ্ধভুমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোদা, সাধারণ সম্পাদক মুরসালিন আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল হক, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আলী, রহনপুর পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সজীব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী বলেন; “২৫ মার্চ সন্ধ্যা থেকে সারাদেশে প্রতিরোধের প্রস্তুতির মধ্যেই সামরিক শাসক ইয়াহিয়ার নির্দেশে, জেনারেল টিক্কা খানের নেতৃত্বে ‘অপারেশন সার্চ লাইট’ নামের সামরিক অভিযানে সংঘটিত হয় ইতিহাসের জঘন্যতম গণহত্যা। জাতিসংঘের ঘোষণায় ‘জেনোসাইড’-এর যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন হয়েছে সেদিন বাঙালির ওপর। আজকের দিনটিতে ঘৃণা সেসকল নরপশুদের প্রতি, যারা ইতিহাসের জঘন্যতম গণহত্যা ঘটিয়েছে। এবং বিনম্র শ্রদ্ধা এইদিনটিতে যে সকল নিরপরাধ বাঙালি শাহাদাৎ বরণ করেন।”

পোস্টটি শেয়ার করুন