‘গৌড়’ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ এর নতুন কমিটি গঠন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ‘গৌড়’ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ-২০২২ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি শিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমীন নির্বাচিত হয়েছেন।

রবিবার কমিটি অনুমোদন করেন ‘গৌড়’ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ পারভেজুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শরিয়তুল্লাহ।

‘গৌড়’ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ ২০২২- এর ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২’ মহা আয়োজনের সাথে সাথে নতুন এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আনোয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.এ.এন.এম.হামিদুল কবির, সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ হাসান রশিদুজ্জামান বিপ্লব, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ছাত্রবৃত্তি সম্পাদক ও ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফজলুল হক হল ছাত্র সংসদের জিএস মোঃ মাহফুজুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খাদিজাতুল কুবরাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কতিপয় স্বপ্নবাজ তরুণের উদ্যোগে ২০১৯ সালে প্রথম “গৌড়” ঢাকা ইউনিভার্সিটি অব স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ গঠিত হয়। চাঁপাই নবাবগঞ্জের ছাত্র সমাজ ও অত্র অঞ্চলের আর্থ-সামাজিক প্রেক্ষাপটের ভাল পরিবর্তনে এই সংগঠনটি ভুমিকা রাখবে প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন