রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ীতে বজ্রপাতে নাদিরা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার রিশিকুল ইউনিয়নের পূর্ব বামনাইল এলাকায় এই ঘটনা ঘটে। সে পূর্ব বামনাইল গ্রামের পাতাল আলী মেয়ে।
স্থানীয়রা জানান, নিহত নাদিরা বাড়ীতে গরু পালন করে জীবিকা নির্বাহ করে। তার গরু প্রতিদিন মাঠে গরু বেঁধে দিয়ে আসে। শুক্রবার (১৭ জুন) বেলা ১১ টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছ হয়। এই সময় তিনি মাঠে গরু আনতে যায়। মাঠ থেকে ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে সেখানেই মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন গোদাগাড়ী থানা পুলিশ।