মোঃ সিফাত রানা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও।
শনিবার সকালে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের এলজিএসপি-৩(বিবিজি) আওতায় ৪নং ওয়ার্ডের হাউস নগর গ্রামের জুলুর বাড়ির পাশ্ব হতে দক্ষিণ হাউস নগর গ্রামের ভোলার বাড়ির অভিমুখে ড্রেন নির্মাণ, ৮নং ওয়ার্ডের সাহেবগ্রাম বাজারে সোলিং করন,অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন; উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, ইউপি সচিব রবিউল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য জুলেখা বেগম, মেসার্স মেঘলা এন্টারপ্রাইজ কোবির হোসেন ,ওয়ার্ড সদস্য নারুল ইসলামসহ আরো অন্যরা ।