গোমস্তাপুরে অতিবৃষ্টিতে হাটুপানি; বন্ধ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রোববার বিকেল থেকে রাতভর অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে  রাধানগর ও রহনপুর ইউনিয়নের নিমাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সদ্য রোপনকৃত রোপা আমন ধান। বৃষ্টির পানিতে নিমজ্জিত হওয়ায় রহনপুর পৌর এলাকার হুজরাপুর মডেল একাডেমিসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় উপজেলায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃদ্ধি পেয়েছে পূর্ণভবা ও মহানন্দা নদীর পানি।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার তানভির আহম্মেদ সরকার জানান, আমন মৌসুমে আবাদের জন্য বৃষ্টির প্রয়োজন ছিল তবে রোববারের রাতভর বৃষ্টিতে কৃষকদের যাতে কোন ক্ষয়ক্ষতি না হয় সে বিষয়ে কাজ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন