গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজন বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।
সোমবার বিকেলে তাকে ওই সীমান্ত থেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ওই এলাকার মৃত মাইনুল ইসলামের ছেলে আহসান হাবীব।
১৬ বিজিবির রোকনপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুর রহমান জানান, ওই সীমান্তে টহল দেওয়ার সময় শ্যালো ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা কালে সীমান্ত পিলার নং ২১৯/৮৯ আর হতে ৫০০ গজ অভ্যন্তরে সুখডোবা নামক বিল থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা একটি নৌকা, একটি শ্যালোইঞ্জিন, দুই মণ ধান এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে রাতে গোমস্তাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস।
___নাহিদ ইসলাম