গোমস্তাপুরে অবৈধ স্কুল ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর গার্লস একাডেমির নবগঠিত পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় তারা প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাবের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে তার অপসারন দাবি করে।  

সোমবার দুপুরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে। বিদ্যালয়ের কিছু অভিভাবক ও এলাকাবাসী সমন্বয়ে প্রায় শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, অভিভাবক ফটিক আলী, খলিল, এলাকাবাসীর পক্ষে মতিউর রহমান , বুলবুল আহমেদ ও বিদ্যালয়ের পরিছন্নতা কর্মী শ্রী সোহেল ভাস্কর প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম করেছেন। আর এই অবৈধ কমিটির মাধ্যমে তিনটি চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ বানিজ্যের পায়তারা করছেন। বক্তারা আরও বলেন, অবিলম্বে প্রধান শিক্ষকের অনিয়মের কারণে তাকে পদত্যাগ করতে হবে। অবৈধ কমিটি ও নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে।

এদিকে, অত্র বিদ্যালয়ের অভিভাবক মামুনআলী কর্তৃক প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে রাজশাহী শিক্ষা বোর্ডে আবেদনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড বিষয়টি গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনকে তদন্তের জন্য প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের তদন্ত কমিটি সোমবার তদন্ত কার্যক্রম শুরু করে।

এবিষয়ে কথা হয় তদন্ত টিমের প্রধান ও উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমামের সাথে। তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া মেনেই তদন্ত কাজ করা হবে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন। 

এ ঘটনায়  অভিভাবক ফটিক আলী রোববার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সহকারী জজ আদালতে একটি পিটিশন দাখিল করেছেন।

পোস্টটি শেয়ার করুন