গোমস্তাপুরে আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার সকালে গোমস্তাপুরের সন্তোষপুরে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাদেরুল ইসলাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান আলাপ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন