গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে ছাত্রদল নেতা কর্তৃক আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার ও তার স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেলে নিমতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা গোলাম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, আওয়ামী লীগ নেতা আনোয়ার জাহান, উপজেলা যুবলীগের সাধারণ সেরাজুল ইসলাম টাইগার যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, হামলার শিকার আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা এ ঘটনায় জড়িত পলাতক মূল আসামিদের গ্রেফতারের দাবি জানান।