গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ গোমস্তাপুর উপজেলা শাখা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উওোলন করে। এ ছাড়া বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্য দান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ আওয়ামী লীগ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস।
বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর আওয়ামী লীগ সভাপতি আঃ আজিজ, সাধারণ সম্পাদক ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলি চুটু, সাধারণ সম্পাদক আনসার আলি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, আওয়ামী লীগ নেতা একরামুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক নেতা টগর মোঃ সালেহ, উপজেলা ছাত্রলীগের উপজেলা সভাপতি শাহরিয়ার জামান আনসারী, সাধারন সম্পাদক আরিফুর ইসলাম জয়, উপজেলা কৃষকলীগ সহ-সভাপতি শহিদুজ্জামান আনসারি প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুর পরিবারবর্গ ও সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।