

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন মহেশপুর গ্রামে আদিবাসী এক নারীকে ধর্ষণ চেষ্টার মুল হোতা মনিরুল ইসলাম (৪৮) এখনও ধরাছোঁয়ার বাইরে। গত মঙ্গলবার (১৯এপ্রিল) ঘটনার পর থানায় মামরা দায়ের হওয়ার পর থেকেই সে পলাতক বলে জানিয়েছে পুলিশ।
সূত্র জানায়; গত মঙ্গলবার রাতে পার্বতীপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এক আদিবাসী নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে বের হলে একই গ্রামের দাউদ আলীর ছেলে মনিরুল ইসলাম ও নেপাল বর্মনের ছেলে আশ্বিন বর্মন দুইজন মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় আদিবাসী সেই নারীর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা বের হয়ে আসলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় পরের দিন থানায় ওই নারী অভিযোগ দিলে ঘটনায় জড়িত আশ্বিন বর্মনকে পুলিশ আটক করলেও ঘটনার ছয়দিন পার হয়ে গেলেও মুলহোতা মনিরুল ইসলামকে আটক করতে পারেনি পুলিশ।
ভুক্তভোগী আদিবাসী নারীর স্বামী গণেশ মন্ডল ধর্ষণ চেষ্টার মুলহোতা মনিরুল ইসলাম কে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোহেল রানা জানান, এ ঘটনার মূলহোতা মনিরুলকে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য; এর আগেও গতবছর ১৩ অক্টোবর একই ইউনিয়নের রাইহোগ্রাম পূর্বপাড়ার এক আদিবাসী নারী জমিতে কাজ করার সময় প্রতিবেশী মৃত শমসের আলীর ছেলে সামাদ আলী (৪৫) তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়। এ বিষয়েও থানায় অভিযোগ দায়ের হয়৷