গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ “তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদকের সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর উচ্চ বিদ্যালয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকোর টেকসই প্রকল্পের আয়োজনে র্যালি, চিত্রাংকন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তফিজুল ইসলাম, টেকনিক্যাল কোঅর্ডিনেটর আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মুনিরুল ইসলাম,হিসাব রক্ষক মালা গমেজ, মাঠ সহায়ক জুয়েল রানাসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।