গোমস্তাপুরে আরও একটি অবৈধ চিকিৎসা কেন্দ্র বন্ধের নির্দেশ 

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মে ৩০, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সারাদেশে চলমান স্বাস্থ্য বিভাগের অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের অভিযানের অংশ হিসেবে সোমবার আরও একটি অবৈধ চিকিৎসা কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার রহনপুর খোয়ার মোড়ের নিউ পপুলার মেডিসিন কনসালটেন সেন্টার বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আব্দুল হামিদ জানান, স্থানীয়ভাবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অনুমোদন না থাকায় ওই প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রম বন্ধের মৌখিক নির্দেশ প্রদান করা হয়।অন্যথায় প্রতিষ্ঠান সিলগালা করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, উপজেলায় মোট ২৪ টি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মধ্যে শনিবার উপজেলা  স্বাস্থ্য বিভাগ ২ টি ডায়াগনষ্টিক সেন্টার ও একটি ক্লিনিককে বৈধ কাগজপত্র না থাকায় সিলগালা করে দেয় ।

পোস্টটি শেয়ার করুন