গোমস্তাপুরে আলিনগর ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভা ও নতুন কমিটি ঘোষণা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ আট বছর পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়ন ছাত্রলীগের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি মোঃ সাঈদ আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ জামিদুল হককে মনোনীত করা হয়।

সোমবার বিকেলে গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজিত কর্মীসভায় এই কমিটি ঘোষণা করে গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়।

এসময় কর্মীসভায় উপস্থিত ছিলেন ৮ নং আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো তরিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রবৃত্তি সম্পাদক টগর মোঃ সালেহ, আলিনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মশিউর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাবেক সভাপতি মোঃ শরিফ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আশরাফুল ইসলাম, আলিনগর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা সজীব আলি, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুরুল হোদা স্বপন, জহরুল ইসলাম জয়, সোহেল রানা, ফাহমিদুল ইসলাম, যুগ্ম সাধারণ ফয়সাল হক, শাকিল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য; সর্বশেষ ২০১৪ সালে আলিনগর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হয়েছিলো।

পোস্টটি শেয়ার করুন