গোমস্তাপুরে উজান থেকে নেমে আসা পানিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রাধানগর ইউনিয়নের বিলাঞ্চলে উজান থেকে নেমে আসা ঢল আর অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
বৃহস্পতিবার দুপুরে তিনি বিলকুজাইন ও চন্দের বিল এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলেন এবং বর্তমান পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন। পরে তিনি নৌকাযোগে ক্ষতিগ্রস্থ বিল এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ ও মাহফুজা খাতুন, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমানসহ অন্যান্যরা।