গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারদর স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার রোজার ১ম দিনে রহনপুর স্টেশনবাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়। এ নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।

এ সময় তার সাথে ছিলেন; রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারসহ অন্যরা।

বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, এলাকায় বাজারদর স্থিতিশীল রাখতে প্রায়ই এ কার্যক্রম চালানো হবে।

পোস্টটি শেয়ার করুন