

গোমস্তাপুর প্রতিনিধিঃ শীত মৌসুমে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলায় প্রশাসনের আয়োজনে ইমামদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল জাহিদুল ইসলাম,গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস ,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান ,ইসলামিক ফাউন্ডেশন গোমস্তাপুর উপজেলার মডেল কেয়ারটেকার কাউসার জামান,ইমাম হাবিবুর রহমান ,সোলাইমান আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন করোনা মহামারীতে দ্বিতীয় পর্যায়ে শীত মৌসুমে সংক্রমনের বিস্তার বৃদ্ধি পাওয়ায় আমাদেরকে আরও সচেতন হতে হবে। “নো মার্কস,নো সার্ভিস” এই স্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে সামাজিক দূরত্ব মানতে হবে এবং মাক্স পরিধান করতে হবে ও বারবার হাত ধুতে হবে।
সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন উপস্থিত ছিলেন।