গোমস্তাপুরে কাব্যগ্রন্থের মড়ক উন্মোচন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে ‘এসে তবে কাব্যগ্রন্থের’ মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ মোড়ক উন্মোচন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন কাব্যগন্থের লেখক সারমিন খাতুন।

এসময় উপস্থিত ছিলেন-গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন ও রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবুল কাশেম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ, সাংবাদিক আল মামুন বিশ্বাস।

উল্লেখ্য লেখক সারমিন খাতুন মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এক কন্যা সন্তানের জননী। রহনপুর ইউনিয়নের কাজিগ্রামে স্বামীর বাড়িতে বাস করছেন। ভবিষ্যতে তিনি আরোও কাব্যগ্রস্থ প্রকাশ করবেন বলে তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন