নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়ন থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গোমস্তাপুরের আলিনগর ইউনিয়নের নাদেরাবাদে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে চন্দ্রিকা মহিলা সমিতি নামের সংগঠন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলিনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল, গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন আলী, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দীন, আলিনগর দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার আঃ করিম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রহনপুর শাখার ম্যানেজার আফজাল হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকমন্ডলীসহ সমাজের বিভিন্ন স্তরের জনগণ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- চন্দ্রিকা মহিলা সমিতির সভানেত্রী মোসাঃ মিরা বেগম।
এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক মোঃ জহুরুল হক, আলিনগর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ জোহাক আলী , ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ সালাউদ্দিন ও ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছাঃ রাহেলা বেগম, রহনপুর পৌর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোঃ এন্তাজুল হক।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও সংবর্ধিতদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।