গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক পর্যায়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গোমস্তাপুর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার(০৫ সেপ্টেম্বর) রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিন্নাউল আউয়াল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক সারওয়ার হাবিব।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল ও মাসুদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমূখ।

অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় ৪র্থ ও ৫ম শ্রেনিতে বৃত্তি প্রাপ্ত ১১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন