গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ডাসকোর এ ডাব্লিউ ডি প্রকল্প এর উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের চকভবানী মৌজায় আয়োজিত এ মাঠ দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাঙ্গাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান।
প্রধান অতিথি ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।
বক্তব্য রাখেন- সংস্থার প্রকল্প ব্যবস্থাপক শহিদুল ইসলাম, এডমিন ও ফিন্যান্স অফিসার কামাল বারুদ ও কৃষক কোরবান আলী।
সভায় জানানো হয়, বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির অপচয় রোধে পর্যায়ক্রমে জমি ভেজানো ও শুকানো (এডাব্লিউডি) পদ্ধতি ব্যবহার করে একজন কৃষক পানি সাশ্রয়ের মাধ্যমে বোরো ধানের অধিক ফলন করতে পারবেন। এর ফলে বরেন্দ্র অঞ্চলে কার্যকর পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে মরুকরণের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।