গোমস্তাপুরে সন্ত্রাসী হামলার শিকার উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের দুই নেতা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে গ্রাম্য সালিশে সন্ত্রাসীদের পরিকল্পিতভাবে অতর্কিত হামলায় আহত হয়েছেন গোমস্তাপুর উপজেলা কৃষক লীগের দুই নেতা ও ছাত্রলীগের এক নেতা। এদের মধ্যে কৃষক লীগের সাংগঠনিক সাধারণ জুবায়ের হোসেন ও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

রবিবার রাত সাড়ে আটটার দিকে গোমস্তাপুর উপজেলার মচকইল গ্রামে একটি সালিশে প্রতিপক্ষের ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়; উপজেলার রহনপুর ইউনিয়ন মচকইল গ্রামের সারোয়ার জাহানের সাথে চুটুর সাথে কিছুদিন আগে গন্ডগোল হলে রবিবার রাতে মিমাংসায় বসার কথা ছিলো। সারোয়ার তার বন্ধু কৃষক লীগ নেতাসহ ৫-৬ সালিশে উপস্থিত হলে চুটুসহ ৭-৮ জন দেশীয় অস্ত্র সহ হামলা করে। এসময় রডের আঘাতে গোমস্তাপুর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেনের মাথা ফেটে যায়, জুবায়ের কে রক্ষা করতে গেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হোসেনকেও আঘাত করে। দুজনের ব্যবহৃত একটি মোটরসাইকেলও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। পরে তা পুলিশ চুটুর বাড়ি থেকে উদ্ধার করে।
আহত অবস্থায় জুবায়ের ও ফয়সালকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ ঘটনায় সারোয়ার জাহান ৯ জনের নামে বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে পৃথক দুই প্রেস বিজ্ঞপ্তিতে কৃষক লীগ ও ছাত্রলীগ নেতার উপর অতর্কিত সন্ত্রাসী হামলর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোমস্তাপুর উপজেলা কৃষক লীগ ও উপজেলা ছাত্রলীগ। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন