গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মৌসুমী মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিচার বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন; উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল প্রমুখ।