গোমস্তাপুরে গণহত্যা দিবস উদযাপন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযথ মর্যাদায় ২৫ মার্চের কালোরাত্রি গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রহনপুর বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) প জাতীয় সংসদ সদস্য মু: জিয়াউর রহমান।

পরে পুষ্পস্তবক অর্পণ করেন; উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ আজিজ ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিস্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার জামান আনসারী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক ও সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোসেন, সাধারণ সম্পাদক মুরসালিন আলী সহ অন্যরা।

এরআগে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন, পরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পোস্টটি শেয়ার করুন